Domain Name কি এবং কত প্রকারের হয়

হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আমার একটি নতুন আর্টিকেল স্বাগতম আজ আমি আপনাদের শেখাবো Domain Name কি এবং কত প্রকারের হয় আজ আমি আপনাদের ডোমেইন নেমের পুরো বিষয় সম্বন্ধে ভালোভাবে বলব যদি আপনি এখনো পর্যন্ত না জেনে থাকেন ডোমেইন নেম কি তাহলে এই আর্টিকেলটি অবশ্যই শেষ পর্যন্ত পড়তে থাকুন

 ইন্টারনেট অর্থাৎ অনলাইন এ কয়েকটি ওয়েবসাইট আছে আর সবারই একটি আলাদা পরিচয় আছে অর্থাৎ আলাদা ডোমেইন নেম আছে যার জন্য আমরা যেকোনো ওয়েবসাইট কে খুব সহজেই মনে রাখতে পারি অর্থাৎ সবই ওয়েবসাইটের একটি আলাদা আইডেন্টিটি আছে


Domain Name কি এবং কত প্রকারের হয়Domain Name কি


ডোমেন নেম যেকোনো ওয়েবসাইটের একটি ইউনিক আইডেন্টিটি অর্থাৎ পরিচয় যার সাহায্যে যে কেউ ইউজার সেই ওয়েবসাইটটিকে খুব সহজেই মনে রাখতে পারে আর প্রতিদানের একটি আলাদা আইপি অ্যাড্রেস হয় আর ওই আইপি অ্যাড্রেস অর্থাৎ সার্ভারের সাথে যুক্ত থাকে


 সহজ ভাষায় বলতে গেলে একটি ইউনিক অ্যাড্রেস যেটা ওয়েব ব্রাউজারে টাইপ করে ওয়েবসাইট পর্যন্ত আসতে পারে এটিকে ডোমেন নেম বলা হয় বাস্তবে দেখা গেলে back-end এ আইপি অ্যাড্রেস সার্ভারের সাথে কমিউনিকেশন করা সম্ভব হয় কিন্তু সহজে মনে রাখার জন্য ডোমেইন নেম এর ব্যবহার করা হয়


 বন্ধুরা আপনাদের মনের হয়তো একটি প্রশ্ন আসবে আমরা ব্রাউজারে ওয়েবসাইটের ডোমেইন নেমের ওই সাইটের আইপি অ্যাড্রেস দিয়ে কেন সার্চ করিনা এর সহজ উত্তর হল এদিকে মনে রাখা খুবই কঠিন কিন্তু ডোমেইন নেম মনে রাখা খুবই সহজ

ডোমেইন নেম কিভাবে কাজ করে


 বন্ধুরা যেভাবে আমরা কোন ঘরে থাকতে গেলে প্রয়োজনীয় জিনিস রাখতে হয় ঠিক তেমনি আমাদের ওয়েবসাইট থেকে অনলাইনে সারাবিশ্বে দেখানোর জন্য আমাদের ওয়েব হোস্টিং নিতে হয় এখানে আমরা আমাদের ওয়েবসাইটের সমস্ত ডাটা সেভ করে রাখতে পারি

 আর আমাদের ডোমেইন নেম আমাদের একটি পরিচয় যার তার যে সমস্ত মানুষ আমাদের ওয়েবসাইটের আসবে তারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমাদের চিনবে যেভাবে আমরা গুগল কে তার ডোমেইন নেমের মাধ্যমে চিনি

 একটি ডোমেন https://www.latestgrouplinklist.com/  এইভাবে হয় এটিকে আমরা ডোমেন ইউআরএল বলে থাকি

HTTPS:-  এর ফুল ফর্ম হল হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোকল এটি ইন্টারনেটে কমিউনিকেশন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে এই প্রোটোকলের সাহায্যে সার্ভারে আপনার ওয়েবসাইটের ডাটা ওয়েব ব্রাউজারের দ্বারা ইউজারদের দেখানো হয়

Latestgrouplinklist:-  বন্ধুরা এটি ওয়েবসাইট ডোমেইন নেম এই কারণে আপনি এদিকে খুব সহজেই মনে রাখতে পারেন আর এই ডোমেইন নেম দিকে ওয়েব ব্রাউজারের টাইপ করে আপনি আমাদের ওয়েবসাইট এ পৌঁছাতে পারেন

.COM:-  বন্ধুরা এটি এক ধরনের এক্সটেনশন যেটি আপনার ডোমেইন নেমের পরে ব্যবহার করা হয় আর এই দুটি মিলে একটি ডোমেন নেম বা ডোমেন ইউআরএল পূরণ করে এই দুটি কে ব্যবহার করে আপনি ওয়েবসাইটকে খুলতে পারেন

 ডোমেন কত প্রকারের হয়


 আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ডোমেইন নেম কি আর এটি কিভাবে কাজ করে তাহলে চলুন এবার জেনে নিন ডোমেইন নেম কত প্রকারের হয়

TLD - Top Level Domain


 এর ফুল ফর্ম টপ লেভেল ডোমেন ইন্টারনেট কাজ একটি এক্সটেনশন যে ডোমেইন নেম এর শেষে ব্যবহার করা হয় আর এটি বিভিন্ন কোম্পানির অর্গানাইজেশনের জন্য বিভিন্ন ধরনের এক্সটেনশন অফ লেভেল ডোমেইনের ব্যবহার করতে হয়

কমার্শিয়াল এর জন্য .com আর সরকারি ওয়েবসাইট এর জন্য .gov আর অরগানাইজেশনের জন্য .org এডুকেশনাল ওয়েবসাইটের জন্য .edu ইত্যাদি ডোমেইন নেম ব্যবহার করা হয় এছাড়া আরো কিছু টপ লেভেল ডোমেইন আছে যেমন

.com
.edu
.net
.tech
.biz

CCTLD - Country Code Top Level Domain


এর নামের সাথে এটা স্পষ্ট হয়ে যায় যে এটি কোন কান্ট্রি এর জন্য ব্যবহার করা এক্সটেনশন যেটি শুধুমাত্র কোন দেশের জন্য ব্যবহার করা ডোমেইন এক্সটেনশন যদি আপনি কোন ওয়েবসাইটকে কোন নির্দিষ্ট দেশের মধ্যে রেঙ্ক করাতে চান তাহলে এই ক্ষেত্রে আপনার জন্য এই ধরনের বিভিন্ন সুবিধা যুক্ত বেশকিছু কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন পেয়ে যাবেন যেমন

.in
.us
.uk
.br


 ডোমেইন নেম সিস্টেম কি


 বন্ধুরা ইন্টারনেটে আপনারা সবাই কোনো না কোনো ইনফরমেশন বা জ্ঞান নিতে থাকেন ডিএনএস এক ধরনের ইন্টারনেটের অংশ আর আইপি অর্থাৎ ইন্টারনেট প্রটোকল এর মাধ্যমে ওয়েব ব্রাউজারের সাহায্যে কমিউনিকেশন করা যায় এটি ডোমেইন নেম কে আইপি অ্যাড্রেস এ ট্রান্সলেট করে যার সাহায্যে আপনি ইন্টারনেটে সব ধরনের রিসোর্সেস অর্থাৎ ডাটাকে অ্যাক্সেস করতে পারবেন

 বন্ধুরা আপনি কি জানেন যেকোনো ধরনের ডিভাইস ইন্টারনেট এর সাথে কানেক্ট হতে পারে এগুলোর সবারই নিজস্ব একটি আইপি এড্রেস আছে আর এই আইপি অ্যাড্রেস কে ব্যবহার করে ডোমেইন নেম সিস্টেম কাজ করে আর ওয়েব ব্রাউজারে সাথে ইন্টারনেট প্রটোকল কে ব্যবহার করে ইউজারকে ইনফরমেশন দেখায়

 বন্ধুরা আশা করছি আজকের এই আর্টিকেলটি ডোমেইন নেম কি আর এটি কিভাবে কাজ করে আর এটি কত প্রকারের হয় সবকিছু আপনারা বুঝতে পেরেছেন যেকোনো ধরনের ডোমেইন নাম রেজিস্টার করার আগে কিছু জিনিস খেয়াল রাখতে হবে যেমন টিএলডি ডোমেইন এক্সটেনশন কে ব্যবহার করুন

 ডোমেইন নামে কম শব্দের ব্যবহার করুন যার সাহায্যে মানুষ আপনার ডোমেইন নামটি খুব সহজেই মনে রাখতে পারে যদি ডোমেইন নেম খুব লম্বা হয় তাহলে সেটিকে মনে রাখা খুবই কঠিন আর এসইও এর ক্ষেত্রেও এটি খারাপ প্রভাব পড়ে এই জন্য ডোমেইন নেম সর্বদা ছোট রাখুন ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য